Homeদেশের গণমাধ্যমেদল থেকে আ.লীগ নেতার পদত্যাগ

দল থেকে আ.লীগ নেতার পদত্যাগ

[ad_1]

ঝালকাঠি সদর উপজেলায় আওয়ামী লীগের দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

সোমবার (১৩ জানুয়ারি ) রাতে শহরের মহিলা কলেজের রোডে একটি বাসায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগ করা ওই আওয়ামী লীগ নেতার নাম উজ্জ্বল খান। তিনি উপজেলার কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা উজ্জ্বল খান বলেন, আমি তিনবারের ইউপি সদস্য। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে তাদের সঙ্গে মিলেমিশে কাজ চালাতে হয়েছে। একপর্যায়ে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মৌখিকভাবে ঘোষণা করা হয়। কিন্তু কোনো কাগজপত্রের সঙ্গে আমার নাম নাই। আজ থেকে আওয়ামী লীগের সব কাজকর্ম থেকে এবং কোনো পদের সঙ্গে যুক্ত নই। আমার পরিবারে আমার স্ত্রী, ছেলে, মেয়ে ও মা রয়েছে। আমি আগামীতে দলীয় কোনো কমান্ডের সঙ্গে জড়িত থাকবো না। জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকার মানুষের সেবা করতে চাই।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত