Homeদেশের গণমাধ্যমেদাউদকান্দি থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ সদস্য আহত 

দাউদকান্দি থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ সদস্য আহত 

[ad_1]

কুমিল্লার দাউদকান্দি থানার ছাদের পলেস্তারা ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (০২ মে) রাত আনুমানিক পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সেবা দেওয়া হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সামছুল আলম জানান, থানা ভবনের দ্বিতীয় তলায় ফোর্স ব্যারাকে হঠাৎ ছাদের একটি অংশের পলেস্তারা ধসে পড়ে। এ সময় ব্যারাকে থাকা পুলিশ সদস্য সজল দাস (৩২) আহত হয়। এতে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

তিনি বলেন, আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার পায়ে কয়েকটি সেলাই লেগেছে। তিনি শঙ্কা মুক্ত।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, দাউদকান্দি থানা ভবনটি অনেক পুরাতন ও জরাজীর্ণ থাকায় বহু আগ থেকে এটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এ ছাড়াও গত ৫ আগস্ট অগ্নিসংযোগে থানাটির ব্যাপক ক্ষতি সাধন হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত