Homeদেশের গণমাধ্যমেদাদাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর লাশ মিলল ডোবায়, হত্যা বলে সন্দেহ

দাদাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর লাশ মিলল ডোবায়, হত্যা বলে সন্দেহ

[ad_1]

স্বজনদের অভিযোগ, সাফওয়ানকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে। প্রতিবেশী লোকমান চৌধুরীর সঙ্গে নিহত সাফওয়ানের দাদা আবদুল বারেক সিকদারের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে একই বাড়ির রোমান চৌধুরী (২৮) এবং প্রতিবেশী ইউপি সদস্য মোফাজ্জেল হককে (৫২) আটক করেছে গৌরনদী মডেল থানা-পুলিশ। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, গতকাল বেলা দুইটার দিকে স্থানীয় অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাফওয়ানের দাদা আবদুল বারেক সিকদার। এরপর আজ ভোর ছয়টার দিকে স্থানীয় মান্না ব্যাপারীর ভবনের পেছনের একটি ডোবায় সাফওয়ানের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত