Homeদেশের গণমাধ্যমেদাবি মেনে নেওয়ার লিখিত অঙ্গীকার দিলে অনশন ভাঙবে শিক্ষার্থীরা

দাবি মেনে নেওয়ার লিখিত অঙ্গীকার দিলে অনশন ভাঙবে শিক্ষার্থীরা

[ad_1]

শিক্ষার্থীদের ৩টি দাবি মেনে নেওয়া হবে এ মর্মে শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গীকার দিলে অনশন ভাঙবেন শিক্ষার্থীরা। আগামী এক ঘণ্টার মধ্যে এ অঙ্গীকার মন্ত্রণালয় থেকে আসতে হবে। অন্যথায় সচিবালয়মুখী পদযাত্রা শুরু করবেন শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে সংবাদ সম্মেলনে অনশনকারী সব শিক্ষার্থীদের পক্ষে এমনটাই ঘোষণা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী ও জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক সজিবুর রহমান।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে চিঠি না আসা পর্যন্ত আমাদের অনশন চলতে থাকবে। এ ছাড়া আগামী বুধবার মিটিংয়ে আমাদের ৩টি দাবি না মানা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন থাকবে।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, আগামী বুধবার বৈঠকে সেনাবাহিনী প্রকৌশলী ইউনিট, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বসার জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে। সেখানে আমাদের ৩টি দাবি মেনে নেওয়া হবে বলে অঙ্গীকার দিয়ে লিখিত দিতে হবে।

শিক্ষার্থীদের ৩টি দাবি হলো- দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করা, সব প্রকার প্রতিবন্ধকতা ব্যতিরেকে কার্য সম্পাদনের দায় নিয়ে বাণী ভবন ও হাবিবুর রহমান স্টিল বেইজড ভবনে নির্মাণ অনুমোদন ও করা বাজেট পাস করতে হবে। ২০২৫-২৬ অর্থবছর আসার পূর্বেই জরুরি ভিত্তিতে ৭০% শিক্ষার্থীদের আবাসন ভাতা আগামী ফেব্রুয়ারি ২০২৫ থেকেই প্রদানে ঘোষণা দিতে হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত