Homeদেশের গণমাধ্যমেদিল্লিকে হারিয়ে আইপিএলে শীর্ষে কোহলির বেঙ্গালুরু

দিল্লিকে হারিয়ে আইপিএলে শীর্ষে কোহলির বেঙ্গালুরু

[ad_1]

দিল্লিতে মুখোমুখি স্বাগতিক দিল্লি ক্যাপিটালস এবং বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলের সামনেই সুযোগ ছিল শীর্ষে ওঠার। তবে সফল হলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই। দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে বেঙ্গালুরু।

১০ ম্যাচ শেষে ৭ জয়ে তাদের অর্জন ১৪ পয়েন্ট। ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।

প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ৮ উইকেট হারিয়ে তুলতে সক্ষম হয়েছে মাত্র ১৬২ রান। আইপিএলে এবার এই রান মামুলি। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে (৯ বল হাতে রেখে) জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।

বিরাট কোহলির দলের জয়ের পেছনে বড় অবদান ক্রুনাল পান্ডিয়ার। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭ বলে অপরাজিত ৭৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার মারেন তিনি।

অবদান ছিল বিরাট কোহলিরও। টানা তৃতীয় হাফ সেঞ্চুরি করলেন তিনি এবং পাঁচ ম্যাচে চতুর্থ হাফ সেঞ্চুরি। পাঞ্জাবের বিপক্ষে অপরাজিত ৭৩, রাজস্থানের বিপক্ষে ৭০ রান করার পর আজ দিল্লির বিপক্ষে খেললেন ৫১ রানের ইনিংস। যদিও আজকের ইনিংসটি ছিল অনেক ধীরগতির। ৪৭টি বল খেলেন তিনি এবং বাউন্ডারি মারেন মাত্র ৪টি, কোনো ছক্কা নেই।

অন্যদের মধ্যে টিম ডেভিড ৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৬২ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। ৪১ রান করে লোকেশ রাহুল। ৩৪ রান করেন ট্রিস্টান স্টাবস।

আইএইচএস/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত