[ad_1]
দিল্লির নয়ডাতে দিল্লি দাবাং দলের অনুশীলন ও আবাসিক ক্যাম্প। দিল্লিতে খেলাচলাকালীন সময়ে পাঁচতারকা হোটেলে থেকেই দলটি তাদের সার্বিক কার্যক্রম চালিয়ে থাকে। ভারতের প্রো কাবাডি লিগে দিল্লির হয়ে খেলছেন বাংলাদেশের সেরা রাইডার মিজানুর রহমান। সোমবার তাকে সারপ্রাইজ দিয়েছেন সতীর্থরা।
গতকাল ছিল মিজানুরের জন্মদিন। অনুশীলন করে রুমে ঢুকতে না ঢুকতেই ম্যানেজারের ফোন। হোটেলের এক জায়গায় আসতে বলা হয় তাকে। মিজানুর এসে দেখেন জন্মদিন উপলক্ষে কেক আনা হয়েছে। সতীর্থরা সবাই উপস্থিত। সবাই আনন্দ চিত্তে কেক কেটে মিজানুরের জন্মদিন পালন করেছেন।
এমনভাবে সারপ্রাইজ পেয়ে মিজানুর নিজেও উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘আসলে আমি নিজেও ভাবিনি এভাবে জন্মদিন পালন করা হবে। দলের ম্যানেজার ও সতীর্থরা মিলে বড় রকমের সারপ্রাইজ দিয়েছে। আমি নিজেও অনেক অবাক হয়েছি। আসলে পেশাদার দলগুলো এমনই হয়।’
জন্মদিনে সারপ্রাইজ পেলেও এখনও পর্যন্ত মিজানুর কাবাডি কোর্টে নামতে পারেননি। যদিও প্রো লিগ শুরুর অনেক পরই তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাই সেখানে গিয়ে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না তার। মিজানুর নিজেই বলেছেন,‘আমি শুরু থেকে দলের সঙ্গে থাকতে পারলে খেলার সুযোগ হতো।এখন তো ৬/৭টি ম্যাচের পর দলের সঙ্গে যোগ দিয়েছি। তাই সময় লাগছে। যদিও টিম লিস্টে ছিলাম। কিন্তু খেলতে পারিনি। আমাদের দল এখন ভালো অবস্থানে আছে। হয়তো সেরা ছয়ে জায়গা করে নেবে। তার আগে আরও ১০টি ম্যাচ আছে। দেখা যাক কী হয়।’
প্রো লিগে মিজানুরকে দাবাং দিল্লি কেসি কিনে নেয় ১৩ লাখ টাকায়। যদিও বাংলাদেশ থেকে ৮ জন খেলোয়াড় নিলামে ছিলেন। শুধু মিজানুর দল পেয়েছেন, বাকিরা পাননি। এখন সামনের দিকে মিজানুর কোর্টে নামতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা।
[ad_2]
Source link