Homeদেশের গণমাধ্যমেদুই ঢাকার জয়ের দিনে হারল সিলেট ও বরিশাল

দুই ঢাকার জয়ের দিনে হারল সিলেট ও বরিশাল

[ad_1]

প্রকাশিত: ১৪:০৩, ১১ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ১৪:১৫, ১১ ডিসেম্বর ২০২৪

দুই ঢাকার জয়ের দিনে হারল সিলেট ও বরিশাল


জিসান আলমের সেঞ্চুরিতে সিলেট যখন দুইশ ছাড়ানো স্কোর করল, তাদের জয় তখন ধরেই নেওয়া হচ্ছিল। তবে সেটা হতে দিলো না ঢাকা। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ জমিয়ে তুলল তারা। একদম শেষ বল পর্যন্ত রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৬ উইকেটে জিতেছে ঢাকা। এমন দিনে বরিশালের বিপক্ষে ৩১ রানের দারুণ জয়ে আসর শুরু করল ঢাকা মেট্রো।

বুধবার (১১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় ঢাকা ও সিলেট। আগে ব্যাট করে জিসান আলমের সেঞ্চুরি ও বাকিদের টুকটাক সংগ্রহে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ পায় চায়ের নগরীর বিভাগটি। জবাবে আরিফুল ইসলাম ও শুভাগত হোমের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ জিতে নেয় ঢাকা।

ঢাকার বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি উপহার দিয়েছেন জিসান।  ৫২ বলে তুলে নেন সেঞ্চুরি। তার ৫৩ বলে ১০০ রানের ইনিংসে ছিল ১০ ছক্কা এবং ৪ টি চারের মার। ৩৯ বলে হাফ সেঞ্চুরির পর ৫২ বলে সেঞ্চুরি করেন এই যুবা।  তার এই রানের সঙ্গে তাওফিক খান তুষারের ২৯ ও চারে নামা মাহফুজুর রহমান রাব্বির ৩০ রানে ভালো সংগ্রহ পায় সিলেট।

জবাব দিতে নেমে শুরুতেই ২ উইকেট হারালেও আরিফুল ইসলামের ৪৬ বলে ৯৪ রানের ইনিংসেই মূলত জয়ের দিকে ধাবিত হয় ঢাকা। তার ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৬টি চারের মার। এর সঙ্গে শুভাগত হোমের সমান ২টি করে চার-ছক্কায় ১৮ বলে ৩১ রানে ভর করে জয় তুলে নেয় ঢাকা।

দিনের অন্য ম্যাচে বরিশালের বিপক্ষে ঝড় তোলেন ঢাকা মেট্রোর টপ অর্ডারের তিন ব্যাটার।  ইমরানুজ্জামানের ৩৩ বলে ৫৩, নাঈম শেখের ৩৫ বলে ৬৫ ও তাজিবুল ইসলামের ২৫ বলে ৩৬ রানের তিনটি ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রানের পুঁজি পায় ঢাকা মেট্রো।

জবাব দিতে নেমে শুরুতেই বিদায় নেন বরিশালের দুই ওপেনার। ওয়ানডাউনে নামা ফজলে মাহমুদ রাব্বি ৫২ বলে ৭৭ রানের ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষদিকে সোহাগ গাজী ৩২ বলে ৪০ করলেও টি-টোয়েন্টির চাহিদা মেটাতে পারেননি। ফলে ১৬২ রানেই থামতে হয় বরিশালকে।

ঢাকা/বিজয়



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত