Homeদেশের গণমাধ্যমেদুই বছর পর সাব্বির নাসিরের নতুন গান ‘আমি যারে ভালোবাসি’

দুই বছর পর সাব্বির নাসিরের নতুন গান ‘আমি যারে ভালোবাসি’

[ad_1]


জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১৩ জুন ২০২৫  
আপডেট: ১৫:০২, ১৩ জুন ২০২৫

দুই বছর পর সাব্বির নাসিরের নতুন গান ‘আমি যারে ভালোবাসি’

সাব্বির নাসির


দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির নাসির। ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘আমি যারে ভালোবাসি’। এই গানটি লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ, সংগীতায়োজনে আছেন বিবেক মজুমদার। গানটির রেকর্ডিং ও মিক্সিং করেছেন সালমান জাইম, আর গানটির ভিডিও নির্মাণ করেছেন অভিজ্ঞ নির্মাতা আজম বাবু এবং গ্রাফিক্স আর্টিস্ট রিপন নাগ। 

উল্লেখযোগ্য যে, গানটির ভিডিওতে ব্যবহৃত হয়েছে প্রায় তিন হাজার ছবি, যেগুলোর মধ্য থেকে সাব্বির নিজে বাছাই করে নিয়েছেন উপযুক্ত ফ্রেমগুলো। ধাপে ধাপে সম্পাদনার মাধ্যমে তৈরি হয়েছে এক অভিনব গ্রাফিক্যাল মিউজিক ভিডিও।

জিসান খান শুভ বলেন, “সুরটা অনেক আগেই করেছিলাম। গানের প্রতি আমার আবেগ অনেক গভীর। সাব্বির ভাইকে সুরটা শোনানোর পর উনি পছন্দ করলেন, তারপর ধীরে ধীরে গড়ে উঠেছে পুরো প্রজেক্টটা। আশা করছি শ্রোতাদের মনে জায়গা করে নেবে গানটি।” 

নির্মাতা আজম বাবু জানান, ‘‘প্রায় দুই যুগ পর গানচিত্র নির্মাণ করেছি। এতটা সময় নিয়ে, এত ছবি থেকে বেছে নিয়ে এই ভিডিও তৈরি করা আমার জন্যও এক নতুন অভিজ্ঞতা। আমি বলতে পারি, এই রকম ভিডিও বাংলাদেশে সচরাচর দেখা যায় না।”

নিজের গান নিয়ে সাব্বির নাসির বলেন, ‘‘ দীর্ঘ দুই বছর পর নতুন গান প্রকাশ করলাম। শ্রোতাদের সাড়া পেয়ে আমি কৃতজ্ঞ। জিসান খান শুভ ও বিবেক মজুমদার মিলে গানটিকে প্রাণবন্ত করে তুলেছেন। ভিডিও বানাতে পারছিলাম না বাজেটের কারণে, কিন্তু আমার বড় ভাই আজম বাবু নিজেই ভিডিওটি নির্মাণের দায়িত্ব নেন। গানটি আমার হৃদয়ের কাছাকাছি, শ্রোতাদের বলবো—হৃদয় দিয়ে শুনবেন, ভালো লাগবে।”

সাব্বির আরও জানান, গানটির ভয়েস ও সাউন্ডের সমন্বয় নিখুঁতভাবে করেছেন সালমান জাইম ও বিবেক, যাদের কৃতিত্ব স্বীকার করতেই হবে। ‘আমি যারে ভালোবাসি’ এখন ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা ও শোনা যাচ্ছে। ধীরে ধীরে গানটি ছড়িয়ে পড়ছে সাব্বির নাসিরপ্রেমী শ্রোতাদের হৃদয়ে।’’

ঢাকা/রাহাত/লিপি



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত