দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক বেশি। তারপর রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি শেষে মোবাইল ইন্টারনেটের গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখ। আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক ১ কোটি ৪০ লাখ।
আইএসপিদের সংগঠন আইএসপিএবি ১৯ এপ্রিল জানায়, তারা ৫০০ টাকায় ১০ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতির ইন্টারনেট দেবে, যা আগে ছিল ৫ এমবিপিএস। অবশ্য গতির অন্যান্য স্তরে তারা দাম কমানো বা গতি বাড়ানোর ঘোষণা দেয়নি।
আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, দাম কমানোর যে ঘোষণা এসেছে, তা গ্রাহক পর্যন্ত পৌঁছাতে হলে বিটিআরসিকে রাজস্ব ভাগাভাগির হার কমাতে হবে। আইআইজিরা আইএসপিদের কাছে প্রতি এমবিপিএস এখন ২০০ টাকায় বিক্রি করে। কিন্তু এই দর ৩৬৫ টাকা ধরে রাজস্বের ১০ শতাংশ ভাগ নেয় বিটিআরসি। দাম কমানোর ঘোষণা যদি বর্তমান বাজারমূল্যের (প্রতি এমবিপিএস ২০০ টাকা) ওপর কার্যকের হয়, তাহলে গ্রাহক পর্যায়ে সুফল পাওয়া যাবে।
এনটিটিএন পর্যায়েও বাজারমূল্যের চেয়ে বেশি দাম ধরে বিটিআরসি রাজস্বের ভাগ নেয় দাবি করে ইমদাদুল হক বলেন, দাম কোন পর্যায়ে কমছে এবং গ্রাহক স্বার্থ রক্ষিত হচ্ছে কি না, তা পরবর্তী মাসের ইনভয়েস (পণ্য বা সেবার মূল্য পরিশোধের নথি) পেলে বোঝা যাবে।