Homeদেশের গণমাধ্যমেদুপুর থেকে নিখোঁজ, রাতে ভুট্টাক্ষেতে ছেলের লাশ পেলেন বাবা

দুপুর থেকে নিখোঁজ, রাতে ভুট্টাক্ষেতে ছেলের লাশ পেলেন বাবা

[ad_1]

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে মাসুদ হাসান রঞ্জু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৮টার দিকে ওই গ্রামের ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের আজিজুল মীরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের মাঠে নিজ ভুট্টাক্ষেতে পানি দিতে যান রঞ্জু। সকালের খাবার না খেয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা বেলা ১১টার তার জন্য খাবার দিয়ে যান। সে সময় রঞ্জু জমিতে কাজ কাজ করেছিলেন। দুপুর ২টা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিকাল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তার বাবা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ভুট্টাক্ষেতে খুঁজতে যান। একপর্যায়ে ভুট্টাক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন বাবা। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থল বদনপুর গ্রামের ভোলার বাগানের মাঠে একটি ভুট্টাক্ষেত থেকে রঞ্জুর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত