Homeদেশের গণমাধ্যমেদুবার ব্যাট করে মুমিনুলের ৭৮

দুবার ব্যাট করে মুমিনুলের ৭৮

[ad_1]

লাল বলে থিতু হয়েও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ আছে নাজমুল হোসেন শান্তর। বহুবার বিষয়টি অকপটে স্বীকারও করেছেন তিনি। ম্যাচ অনুশীলন প্রস্তুতিতেও সে বৃত্ত থেকে বের হতে পারেননি বাঁ হাতি এই ওপেনার। শুধু নাজমুল হোসেনই নন, এই সমস্যা থেকে বের হতে পারছেন না লিটন দাসও। ব্যাটে রানের ছোঁয়া মিলেছে মুমিনুল হকের; যদিও দ্বিতীয়বারের চেষ্টায়! আর বল হাতে আলো ছড়ালেন এবাদত হোসেন।

শ্রীলঙ্কা সফরের আগে বিসিবি লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন নাজমুল হোসেনরা। প্রথম দিনে ৯ উইকেটে ২৪৭ রান তোলে লাল দল। একাই ৭৮ রানের ইনিংস উপহার দেন দুবার ব্যাটিং করা মুমিনুল। এ ছাড়া দলের কেউই ফিফটি পেরোতে পারেনি। জবাবে এনামুল হক বিজয়ের দ্রুত ফেরাতে ১ উইকেটে ৩১ রান তুলে দিন পার করেছে সবুজ দল।

সাদমানের সঙ্গে উদ্বোধনী জুটিতে সঙ্গী হন নাজমুল হোসেন। ধারণা করা হচ্ছে, ওপেনিংয়ে ফেরার ইঙ্গিত দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ১৭ রান করে সাদমান ফিরে গেলে পর পর আরও দুই ব্যাটারকে হারায় লাল দল। মুমিনুল হক ও মুশফিকুর রহিম ফেরেন শূন্য রাতে। পরে আবারও ব্যাটিংয়ে এসে মুমিনুল খেলেন ৭৮ রানের ইনিংস। ৬-এ নেমে লিটন খেলেন ৪৩ রানের ইনিংস। দলটির হয়ে শেষ দিকে ৩৬ রান তোলেন মাহফুজুর রহমান রাব্বি। পরে সবুজ দল ব্যাটিং করতে এসে ২৩ রানেই হারায় ওপেনার এনামুল হককে (১০)।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত