‘দেবদুলাল বাঁচতে চায়’— একটি জীবনকে বাঁচাতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই পৃথিবীর সুন্দর আলো-বাতাসে বাঁচতে চায় সে। ভালোবাসার মানুষটির হাত ধরে স্বপ্নের পথে হাঁটতে চায়, কিন্তু আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শুধু একটি আকুতি—‘আমি বাঁচতে চাই।’
আমি দেবদুলাল দেবনাথ (সুমন)-ঝিনাইদহ শহরের ৮নং ওয়ার্ডের চাকলাপাড়ার (খোর্দ্দ ঝিনাইদহ) বাসিন্দা। ২০০০ সালে কাঞ্চননগর মডেল হাইস্কুল থেকে এস এস সি ও ২০০৫ সালে ঝিনাইদহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক শিক্ষার্থী (৩৩তম ব্যাচ, ২০০৫-২০০৬ সেশন)। ঢাকা জজকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করি। সেই শুরু সমাজ ও মানুষের জন্য কাজ করার স্বপ্নযাত্রা। কিন্তু হঠাৎই সাজানো সবকিছু এলোমেলো হয়ে যায়। ২০১৮ সালে জানতে পারি আমার দুটি কিডনি সম্পূর্ণরূপে অকেজো হয়ে গেছে।
সেই থেকে শুরু হয় এক দীর্ঘ, যন্ত্রণাময় জীবনযুদ্ধ। গত কয়েক বছর ধরে সপ্তাহে ২-৩ বার ডায়ালাইসিস, ইনজেকশন, ঔষধ—সব মিলিয়ে মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। শুরু থেকে ঈদ-পূজার প্রতিটি ছুটি পর্যন্ত হাসপাতালের বিছানাতেই কেটেছে। আমি আর আমার স্ত্রী—একসাথে অসহ্য কষ্ট আর চোখের জলের মাঝে বাঁচার জন্য লড়ছি। বর্তমানে আমি ঢাকার কিডনি ফাউন্ডেশনে (রুম নং ৫০৯) অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। এখন পর্যন্ত পরিবার এবং বন্ধুবান্ধবের সহায়তায় চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা।
বাঁচতে হলে জরুরি ভিত্তিতে ABO ইনকম্প্যাটিবল পদ্ধতিতে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, যার ব্যয় প্রায় ৩০ লক্ষ টাকা। আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনেকেই সাধ্যমতো পাশে দাঁড়িয়েছেন। তবে প্রয়োজনের তুলনায় তা এখনও অনেক কম। পরিবারে উর্পাজনক্ষম আর কোনো ব্যক্তি নাই।
তাই আজ আমি হাত পেতে দাঁড়িয়েছি আপনাদের কাছে—আপনার একটি সাহায্যই হতে পারে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। একটি জীবন, একটি সংসার, একটি স্বপ্ন আজ মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনার জন্য আপনার সহানুভূতির অপেক্ষায়। অর্থের সংস্থান না হওয়ার জন্য ডাক্তার কিডনি ট্রান্সপ্লান্টের তারিখ প্রদান করতে পারছে না। বিলম্বের জন্য ক্রমেই আমার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ডাক্তার আশাবাদী দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারলে ঈশ্বরের কৃপায় আমি সুস্থ হয়ে উঠবো।
সহায়তা প্রদানের জন্য:
বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৯৩৭১৬২০৩৬ (দেবদুলাল দেবনাথ সুমন)
ব্যাংক অ্যাকাউন্ট (Dutch-Bangla Bank Ltd, Jhenaidah Branch):
Account Name: Deb Dulal Deb Nath (Sumon)
Account No.: 2281580029604
Routing No.: 090440641
কোন সহৃদয়বান ব্যক্তি (দেবদুলালের চিকিৎসার ব্যয়ভার (আংশিক বা সম্পূর্ণ) নিতে পারেন। টাকা পাঠাতে হবে না। আপনার সরেজমিনে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসার ব্যয়ভার প্রদান করতে পারেন। আমাদের প্রত্যেকের একটু একটু সহায়তায় তাকে নতুন জীবন দিতে পারে।
আসুন, আমরা যার যার জায়গা থেকে একটু এগিয়ে আসি। আপনার একটি সাহায্য—দেবে একটি পরিবারকে সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ।
এখনই দেবদুলালের পাশে দাঁড়াই— যেন সে আবারও হাসতে পারে, বাঁচতে পারে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।