Homeদেশের গণমাধ্যমেদেশ প্রেমের উৎকৃষ্ট উদাহরণ কৃষক বাবুল

দেশ প্রেমের উৎকৃষ্ট উদাহরণ কৃষক বাবুল

[ad_1]

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত এলাকায় শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের জেরে সম্প্রতি বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সে সময় সীমান্তে বিজিবির সঙ্গে হাতে হাঁসুয়া নিয়ে বাঙ্কারে অবস্থান নেওয়া এক কৃষকের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। 

গত বুধবার (৮ জানুয়ারি) রাত থেকে ওই কৃষককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অনেক আলোচনা। দেশ প্রেমের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে তার ছবিটি শেয়ার করছেন অনেকেই। বিএসএফের রক্তচক্ষু উপেক্ষা করে হাঁসুয়া হাতে ওই ব্যক্তির অবস্থান ঠিক যেন বাঁশের কেল্লার তিতুমীরের মতোই বলছেন অনেকেই।

বিজিবি-বিএসফের উত্তেজনার সময় মাটির বাঙ্কারে হাঁসুয়া হাতে অবস্থান নেওয়া বাংলাদেশি কৃষকের নাম বাবুল হোসেন। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা।


কৃষক বাবুল হোসেন

কৃষক বাবুল হোসেন বলেন, “কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খুঁড়ছিল। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে দুই দেশের সীমান্তের কাছে উত্তেজনা সৃষ্টি হয়। যে কারণে আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছিলাম। সাহস নিয়ে বিজিবির পাশে বসে ছিলাম। তখন হাতে হাঁসুয়া ছিল।”

তিনি আরো বলেন, “চৌকা সীমান্তে উত্তেজনার কারণে এলাকার অনেক কৃষকের ফসল নষ্ট হয়েছে। বিশেষ করে সরিষার ক্ষতি হয়েছে অনেক। আমরা তাতে কিছু মনে করিনি। কারণ আগে দেশ বাঁচানো প্রয়োজন।”

এই কৃষকের প্রতিবেশী হারুন অর রশিদ বলেন, “ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামের সবাই বিজিবির পাশে ছিলাম। তবে বিজিবির কাছাকাছি যেতে পারেনি। বাবুল হোসেন সাহস করে নিজের দেশের মাটি রক্ষা করতে সবার আগে বিজিবির পাশে যান। এখন সেই ছবিটি ভাইরাল। এ ঘটনার পর তাকে দেখতে অনেক মানুষ আসছেন।”

ফেসবুকে তানজিল হাসান লিখেছেন, ‘ছবির দাও হাতে লোকটি কি কৃষক? জানি না। তবে, ইতোমধ্যে নেটিজেনরা তাকে কৃষক হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই লোকের পরিচয় জানতে খুব ইচ্ছে করে। কিন্তু পরিচয় না জানাই শ্রেয়। কারণ ওনার একটাই পরিচয় হোক, উনি বাংলাদেশি। বাংলাদেশের কোনো ভারী অস্ত্র নাই, যুদ্ধজাহাজ, পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু বাংলার আছে সংশপ্তক মানসিকতার জনগণ। এই জনতার নানা চারিত্রিক ত্রুটি আছে, হীনম্মন্যতা, হিংসা, জিঘাংসা, মুর্খতা, সীমাবদ্ধতা আছে, আবেগ আছে। আর বুকভরা ভালোবাসা আছে।”

ইমরান কায়েস লিখেছেন, “বাংলাদেশের মানুষের কোথাও একটা জেনেটিক্যাল গড়বড় আছে! এই ছবিটা দেখলেই বুঝবেন কেন এই দেশে ৭১ হয়, ২৪ হয়! পৃথিবীর দূরতম ইতিহাস ঘাটলেও আপনি কোথাও এই রকম অদ্ভুত জনগোষ্ঠীর খোঁজ পাবেন না। যারা নিজের দেশ রক্ষায়, অস্ত্রের মুখে খালি হাতে, হাসিমুখে দলে দলে এসে দাঁড়ায়া থাকে! ভয় নাই, ডর নাই, লোভ নাই, লালসা নাই বুকজুড়ে শুধু বিস্ময়কর একটা সাহসের নদী। একটা অদ্ভুত জেদ! মাথা না নোয়ানোর একটা ভয়ংকর সংকল্প! এদের কে দাবায়া রাখবে?”

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এভরি ওয়ান সুড হ্যাভ কারেজ ফর দ্য মাদারল্যান্ড। (মাতৃভূমির প্রতি সবার সহাস থাকা উচিত)।”

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের কাছাকাছি কাঁটাতারের বেড়া স্থাপন শুরু করে বিএসএফ। ঘটনাটি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হলেও আমলে নেয়নি বিএসএফ। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এলাকায় আতঙ্ক বিরাজ করে। কয়েকদফা পতাকা বৈঠকের পর বিএসএফ কাঁটাতারের বেড়া আপাতত স্থাপন না করতে রাজি হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত