[ad_1]
আবুধাবি টি-টেন লিগে দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলা টাইগার্স। দলের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট ও বল হাতে ভালো করলেও প্রথম ম্যাচের মতো এবারও জিততে পারেনি তার দল। আগে ব্যাট করে ৬৬ রান তোলে সাকিবরা। জবাবে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ২৪ বল আগেই ৭ উইকেটে জয় নিশ্চিত করেছে।
টস জিতে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলা টাইগার্সকে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় দলটি মাত্র ৬৬ রান তুলতে পারে স্কোরবোর্ডে। দুই ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। এদিন সাকিব ব্যাট হাতে ১২ বলে করেন ১৯ রান। যা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এছাড়া দাসুন শানাকা করেন ২২ রান।
৬৭ রানের জবাবে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউ ইয়র্ক। ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন ডনোভান ফেরেইরা। বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব ১ ওভার বল করে ১ রানে নেন ২ উইকেট।
প্রসঙ্গত, এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলা টাইগার্সের হয়ে ১৫ রানে ২ উইকেট নিয়েছিলেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যের পরও দল হারে স্যাম্প আর্মির কাছে।
[ad_2]
Source link