Homeদেশের গণমাধ্যমেধর্মানুভূতিতে আঘাত, সানির সিনেমার বিরুদ্ধে থানায় অভিযোগ

ধর্মানুভূতিতে আঘাত, সানির সিনেমার বিরুদ্ধে থানায় অভিযোগ

[ad_1]

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড তারকা সানি দেওল অভিনীত সিনেমা ‘জাট’। এর বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে। একটি দৃশ্যে নাকি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মানুভূতিতে অনুভূতিতে আঘাত লেগেছে। এ অভিযোগ ছড়িয়ে পড়ায় ক্ষোভ তৈরি হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মনে। এ কারণে আজ (১৮ এপ্রিল) ভারতের জলন্ধর পুলিশ সানি দেওল, রণদীপ হুদা, বিনীত কুমার সিং, পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গির্জার একটি দৃশ্যে যিশুখ্রিষ্টের প্রতি অসম্মান দেখানো হয়েছে। এ কারণে ক্ষুব্ধ খ্রিষ্টান সম্প্রদায়। যা ভালোভাবে নিতে পারেননি খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশ, গির্জার ভিতরে ক্রুশের নিচে দাঁড়িয়ে সিনেমার অন্যতম অভিনেতা রণদীপকে নাকি অপমানজনক আচরণ করতে দেখা গেছে। যা সহজভাবে মেনে নিতে পারছেন না খ্রিস্টানরা। তাদের দাবি, এ দৃশ্য তাদের ধর্মীয় স্থানকে কলুষিত করেছে। সিনেমাটি নিষিদ্ধ করার আবেদন জানানোর পাশাপাশি আইনি পদক্ষেপ করার হুমকিও দেন তারা।

জানা গেছে, এরপরেই ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৯ অনুযায়ী জলন্ধর থানায় এফআইআর দায়ের করা হয়। সিনেমাটির এ বিশেষ দৃশ্যের প্রতিবাদে অঞ্চলজুড়ে বিক্ষোভ শুরু হয়। খ্রিস্টান ধর্মগুরুরা প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেন বলে জানা গেছে।

পুলিশ বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। শুধু তা-ই নয়, এ বিতর্ক প্রথম সপ্তাহেই ব্যবসা বাড়িয়ে দিয়েছে ‘জাট’সিনেমার। প্রথম সপ্তাহে ৫০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। ‘জাট’র নির্মাতারা এখনো দায়ের হওয়া অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত