Homeদেশের গণমাধ্যমেধর্ষণ ‘মব’ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিন : গণসংহতি আন্দোলন

ধর্ষণ ‘মব’ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিন : গণসংহতি আন্দোলন

[ad_1]

সারাদেশে ধর্ষণ, নারী নিপীড়ন ও হয়রানি এবং ‘মব’ এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

সোমবার (১০ মার্চ) গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতৃদ্বয় বলেন, সারাদেশে নারীর ওপর সহিংসতা, হয়রানি এবং ধর্ষণের ঘটনা ঘটছে। মব সৃষ্টি করে নারীদের ওপরে আক্রমণ চালানো হচ্ছে। এছাড়াও চাঁদাবাজি, দখলদারিত্ব, ডাকাতি ইত্যাদি উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।

তারা বলেন, আমরা মনে করি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতাকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করে। চলমান ঘটনায় তারা কোনোভাবেই নিজেদের দায় অস্বীকার করতে পারেন না। অবিলম্বে এ ধরনের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং এ রকম ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে না আনলে, তা এক অশনি সংকেত হিসেবে জনগণের কাছে বিবেচিত হবে। আমরা দেখছি, এসব ঘটনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন শক্তি ইতোমধ্যেই প্রতিরোধ গড়ে তুলেছেন। এই প্রতিরোধকে আমরা স্বাগত জানাই। জনগণের প্রতিরোধী শক্তিই আগামী দিনে বাংলাদেশকে সঠিক দিশা দেখাতে পারে।

তারা আরো বলেন, আমরা গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই নিপীড়ক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানাই। নারীরা বাংলাদেশের গণঅভ্যুত্থানের নিয়ামক শক্তি। আগামীর বাংলাদেশেও তারা নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করবেন এবং তাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবেন, সেই পরিবেশ সৃষ্টি অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির দায়িত্ব।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত