[ad_1]
প্রবাসীকল্যাণ ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারী ব্যক্তিদের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে প্রবাসীকল্যাণ সচিব বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে অগ্রগতি জানানো হলো কর্মীদের। তাঁরা এলে তাঁদেরও জানানো হবে। আর কর্মীরা সিন্ডিকেট চান না, আপনিও চান না, আমরাও চাই না।’
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনে বেলা তিনটার সময়ও রাস্তায় অবস্থান করে স্লোগান দিতে দেখা গেছে আন্দোলনকারীদের। ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘মোদের দাবি একটাই, মালয়েশিয়া যেতে চাই’; ‘প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই, মালয়েশিয়া যেতে চাই’ ও ‘এক দফা, এক দাবি, মালয়েশিয়া কবে নিবি।’—এমন স্লোগানেই সকালে কারওয়ান বাজারে জড়ো হন মালয়েশিয়া যেতে না পারা শ খানেক কর্মী। কারওয়ান বাজার মোড়ের সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নেন তাঁরা।
[ad_2]
Source link