[ad_1]
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এবং বালিথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানাধীন সিংদাইর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন (২৮)। অপরজন মানিকগঞ্জের উচুটিয়া এলাকার সাগর লৌহকারের ছেলে সুভাষ লৌহকার (৭৫)।
এর মধ্যে, বাবুল-শারমিন ধামরাইয়ে একটি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, গত রাতে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন বাবুল-শারমিন দম্পতি। বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বালিথা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় সুভাস লৌহকার নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন।
গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, ‘‘পৃথক ঘটনায় তিন জন নিহত হয়েছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/সাব্বির/রাজীব
[ad_2]
Source link