[ad_1]
বক্তব্য দেন মদনচক গ্রামের বাসিন্দা ফজলুর রহমান, আজিজুল হক, আব্দুল মান্নান, মোস্তাফিজুর রহমান, আতাউর রহমান, আলমগীর হোসেন, লক্ষ্মীরামপুর গ্রামের রনজিৎ কুমার, সোহাগ হোসেন, মমিন রাব্বী প্রমুখ। বক্তারা বলেন, প্রভাবশালী ইজারাদারের লোকজন নিয়মবহির্ভূতভাবে আত্রাই নদীর মদনচক, লক্ষীরামপুর ও আয়াপুর মৌজায় ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছেন। এতে নদীতীরবর্তী হাটবাজার, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। শিগগিরই বালু তোলা বন্ধ করা না হলে আগামী বর্ষায় নদী রক্ষা বাঁধ ভেঙে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করার পরও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
[ad_2]
Source link