Homeদেশের গণমাধ্যমেনওগাঁয় বিএনপি নেতার প্রভাব খাঠিয়ে ১৭ একর সম্পত্তি দখলের অভিযোগ

নওগাঁয় বিএনপি নেতার প্রভাব খাঠিয়ে ১৭ একর সম্পত্তি দখলের অভিযোগ


সংবাদ সম্মেলনে মো. মামুন বলেন, তাঁর দাদা হাজি মফি উদ্দিন একমাত্র ছেলে ময়েন উদ্দিনকে মোতোয়াল্লি করে প্রায় ৮০০ বিঘা সম্পত্তি ওয়াক্‌ফ আওলাদ হিসেবে লিখে দিয়ে যান। ময়েন উদ্দিনের মৃত্যুর পর তাঁর তিন ছেলে ইমরান, এনামুল ও মামুন এবং এক মেয়ে সুরাইয়া নাজনীন সুলতানা ওয়াক্‌ফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে আসছেন। তাঁরা দীর্ঘদিন ধরে রাজশাহীতে বসবাস করেন।

মামুন অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর তাঁদের বসতবাড়ি, পুকুর, আবাদি জমি দখল করার হুমকি দেন স্থানীয় রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা উদ্দিন এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি পলাশ। তাঁদের প্রভাব খাটিয়ে ডাহুকা গ্রামের বাবুল দেওয়ান, জি এম দেওয়ানসহ কয়েকজন তাঁদের একটি দোতলা বাড়ি জোর করে দখল করে বসবাস করতে শুরু করেন। ওই সম্পত্তি ওয়াক্‌ফ এস্টেটভুক্ত। এ বিষয়ে ঢাকায় ওয়াক্‌ফ এস্টেটের প্রশাসকের কাছে দখল হওয়া বাড়ি উচ্ছেদের অভিযোগ করলে নওগাঁর জেলা প্রশাসককে উচ্ছেদের নির্দেশনা দেওয়া হয়। সেই অনুযায়ী ১৫ মে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) দখল উচ্ছেদ করে তাঁদের দখল বুঝে দেন। এ ঘটনার পর ১৬ মে বিএনপি নেতা সুজা ও পলাশ দলীয় লোকজন নিয়ে ডাহুকা গ্রামে গিয়ে তাঁদের প্রাণনাশের হুমকি দেন এবং তাঁরা রাজশাহী থেকে জমি দেখার জন্য গ্রামে গেলে ব্যবস্থা নেবেন বলে জানান। এ ঘটনার পর তিনি বাদী হয়ে বিএনপি নেতা সুজা, পলাশসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত