[ad_1]
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:৩২, ২৭ এপ্রিল ২০২৫

ফাইল ফটো
নড়াইলের লোহাগড়া পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিমা ইসলাম অমিশা (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হালিমা ইসলাম অমিশা উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়ামল্লিকপুর গ্রামের কামরুল ইসলামের মেয়ে ও হযরত খাদিজা (রা.) তাহফিজুল কোরআন ক্যাডেট মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় হালিমা। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সে মারা যায়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/শরিফুল/রাজীব
[ad_2]
Source link