ভ্যারাইটিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সহ-অভিনেতা পেদ্রো প্যাসকল ও অস্টিন বাটলারের মাঝখানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন এমা স্টোন। হঠাৎই তাঁর চোখ পড়ে, মাথার ওপর উড়ে বেড়াচ্ছে একটি মৌমাছি। সঙ্গে সঙ্গে ছবির পোজ ছেড়ে পিছিয়ে যান তিনি, মুখে লাজুক হাসি। এমার সাহায্যে এগিয়ে আসেন পাশে থাকা সহকর্মীরা। হালকা করে মৌমাছির দিকে ফুঁ দেন বাটলার আর প্যাসকল সরাসরি হাত নেড়ে তাড়ানোর চেষ্টা করেন। অ্যারি অ্যাস্টার পরিচালিত ছবির গল্প নিউ মেক্সিকোর একটি ছোট শহরকে ঘিরে। এদিন কানের লালগালিচায় এমা স্টোন পরেছিলেন ঝকঝকে সাদা পোশাক। অনুষ্ঠানে আরও হাজির ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, জেরেমি স্ট্রং, জুলিয়া গার্নার, লুক গ্রাইমস প্রমুখ। প্রেক্ষাগৃহে এডিংটন মুক্তি পাবে আগামী ১৮ জুলাই।