Homeদেশের গণমাধ্যমেনতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগী হওয়ার আহ্বান ইউজিসি’র

নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগী হওয়ার আহ্বান ইউজিসি’র


পরিবর্তিত বাস্তবতায় নতুন প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ।

বৃহস্পতিবার (২২ মে) ইউজিসি অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৩১তম বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভবিষ্যতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তরুণ সমাজকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যথাযথ ভূমিকা পালনের পরামর্শও দেন তিনি।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় আরও অধিক মানবিক হওয়ার পরামর্শ দেন শিক্ষকদের। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মাছুমা হাবিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিশেষ অতিথির বক্তব্য দেন।

ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড. বেন্তুল মাওয়া।

ম্যাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন দেশের ১৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন নবীন শিক্ষক। ইউজিসি’র আর্থিক সহযোগিতায় জিটিআই এই বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত