Homeদেশের গণমাধ্যমেনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

[ad_1]

লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাহাব উদ্দিন নামে এক বালু ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাদিরা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সাহাব উদ্দিন উপজেলার চরকাদিরা এলাকার আবু তাহেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা করে আসছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ভুলুয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ ব্যাপারে তাকে বারবার সতর্ক করা হলেও তিনি কর্নপাত করেননি। বৃহস্পতিবার সকাল থেকে আগের মতো বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সাহাব উদ্দিন হাতেনাতে ধরা পড়েন।

পরে অপরাধ স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত সাহাব উদ্দিনকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত