Homeদেশের গণমাধ্যমেনবীগঞ্জে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

[ad_1]


হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ৩ ডিসেম্বর ২০২৪  

নবীগঞ্জে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


হবিগঞ্জ জেলার নবীগঞ্জে সরকারি খাস জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অসংখ্য লোক আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ১৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‍“পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামে সংঘর্ষটি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাপুর গ্রামে সরকারি খাস জমি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন ও আব্দুল মালিকের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। আজ উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অর্ধশতাধিক লোক আহত হন। এদের মধ্যে ১৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/মামুন/মাসুদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত