[ad_1]
উপন্যাসটি প্রকাশিত হওয়ার এক দশক পর ২০১৫ সালে আবুল হাসনাত সম্পাদিত নভেরা আহমেদ প্রকাশিত হয় বেঙ্গল পাবলিকেশন থেকে। বইটি মূলত ভাস্কর নভেরাকে নিয়ে বিভিন্ন সময় প্রকাশিত ১৭টি রচনার একটি সংকলন। সেই সংকলনে নভেরার শিল্পকর্ম নিয়ে লিখেছেন লালা রুখ সেলিম, নভেরার জীবনবৃত্তান্ত ও তাঁর কর্মজীবনের আদ্যোপান্ত নিয়ে লিখেছেন মেহবুব সেলিম, ইকতিয়ার চৌধুরীর বর্ণনায় ফুটে উঠেছে নভেরার সঙ্গে তাঁর কথোপকথন, নভেরার কাজ নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত ১৯৯৮ সালের প্রদর্শনী সম্পর্কে লিখেছেন রবিউল হুসাইন; রেজাউল করিম সুমনের লেখায় উঠে এসেছে ষাট ও সত্তরের দশকে নভেরার কর্মজীবন ও সৃষ্টি, আহমেদ সজীব লিখেছেন নভেরার জীবনবৃত্তান্ত, ময়নুল ইসলাম পল আলোচনা করেছেন নভেরার ভাস্কর্যের প্রাসঙ্গিকতা নিয়ে, স্মৃতিচারণা করে নভেরাকে নিয়ে লিখেছেন শিল্পী রফিকুন নবী, নভেরা আহমেদের আধুনিক শিল্পকর্মের মূল্য ও তাৎপর্য নিয়ে লিখেছেন মইনুদ্দীন খালেদ ও ইমতিয়ার শামীম এবং নভেরাকে নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি নাতিদীর্ঘ রচনা গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে।
নভেরা আহমেদকে নিয়ে তৃতীয় বইটি প্রকাশিত হয় ২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায়। সাখাওয়াত টিপুর রচনায় নভেরার রূপ বইটি প্রকাশ করে আদর্শ প্রকাশনী। এ বই নভেরার শিল্প সমালোচনায় দর্শনের সঙ্গে সৌন্দর্যের মিলনে নতুন চিন্তার খোরাক জুগিয়েছে, একই সঙ্গে নভেরার শিল্পের সঙ্গে আত্মপরিচয়ের সন্ধান করেছেন লেখক।
[ad_2]
Source link