Homeদেশের গণমাধ্যমেনাঈম শেখের ২০ রানের আক্ষেপ

নাঈম শেখের ২০ রানের আক্ষেপ

[ad_1]

জাতীয় ক্রিকেট লিগে চলতি মৌসুমের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে নাঈম শেখ ছুটছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু মাত্র ২০ রানের জন্য ‘ডাবল’ বঞ্চিত হয়েছেন এই ওপেনার। রবিবার নাঈমের ১৮০ রানের ওপর দাঁড়িয়ে ঢাকা মেট্রো ৪৭৫ রানের পাহাড় গড়েছে। জবাবে শেষ ঘণ্টার ব্যাটিংয়ে রংপুর ১৬ ওভারে ৩২ রান তুলতেই হারিয়েছে দুই উইকেট।

কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে রংপুরের বিপক্ষে আগে ব্যাটিং করে শনিবার ২ উইকেটে ২৭৬ রান তুলে দিন শেষ করেছে ঢাকা মেট্রো। আগের দিন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি ছুঁয়ে অপরাজিত ছিলেন নাঈম। রবিবার নিজের ইনিংসটাকে ডাবলে রুপ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ১৮০ রান তুলে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের বলে বোল্ড হয়ে নাঈম শেখ ফেরেন সাজঘরে। ২৮৫ বলে ২০ চার ও ১ ছক্কায় নাঈম নিজের ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজিয়েছেন। মার্শালের সাথে ৭৬ রানের জুটি গড়ে দিনের প্রথম উইকেট হিসেবে নাঈম সাজঘরে ফেরেন। এরপর মার্শালের ৬১, আল আমিন জুনিয়রের ৪৪, আমিনুল ইসলাম বিপ্লবের ৩০ এবং আগের দিন করা তাজিবুল ইসলামরে ৭৩ রানে ভর করে ঢাকা মেট্রো ৪৭৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে।

রংপুরের বোলারদের মধ্যে আরিফুল হক তিনটি এবং রবিউল হক নেন দুটি উইকেট।

৪৭৫ রানের পাহাড় মাথায় নিয়ে শেষ সেশনের শেষ ঘণ্টায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় রংপুর। ১৬ ওভারে ৩২ রান তুলতেই তারা হারায় দুটি উইকেট। প্রথম ওভারের প্রথম এবং পঞ্চম বলে রংপুরের দুই ওপেনার খালেদ হাসান ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান রানের খাতা না খুলেই আউট হয়েছেন। আব্দুল্লাহ আল মামুন (৬) ও নাঈম ইসলাম ১৬ রানে অপরাজিত আছেন। সোমবার ৪৪৩ রানে পিছিয়ে থেকে ম্যাচের তৃতীয় দিন শুরু করবে রংপুর। 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত