Homeদেশের গণমাধ্যমেনাচতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন বিদ্যা, অতঃপর 

নাচতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন বিদ্যা, অতঃপর 

[ad_1]

বলিউডের গুণী অভিনেত্রী বিদ্যা বালান। অন্যদিকে ধাকধাক গার্ল মাধুরী দীক্ষিত। এই দুই শিল্পীকে একফ্রেমে ‘ভুল ভুলাইয়া তিন’ সিনেমায় বিশেষ আকর্ষণ হিসেবে দেখা যাবে। আনিস বাজমি পরিচালিত এবং ভূষণ কুমার প্রযোজিত সিনেমায় ‘আমি যে তোমার’ গানটিতে নাচে ধরা দেবেন বিদ্যা-মাধুরী।

সম্প্রতি ‘ভুল ভুলাইয়া তিন’ প্রচারণায় এই গানের সঙ্গে নাচতে দেখা যায় মাধুরী ও বিদ্যাকে। কিন্তু সেই নাচের সময় হঠাৎ মঞ্চে পড়ে যান বিদ্যা। অথচ এতে বিন্দুমাত্র নজর না দিয়ে নাচের তালে বিষয়টি এড়িয়ে যান তিনি।

এদিকে বিদ্যা উঠে দাঁড়াতেই মাধুরী এসে কাঁধ রাখেন বিদ্যার কাঁধে। আর সেটিও ঘটেছে নাচের মাঝে। বিষয়টি জিতে নিয়েছে সবার মন। দুজনের পারফরম্যান্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের হাততালি দিতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখা বিদ্যার নাচের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মাধুরীও কিন্তু ঘাবড়ে না গিয়ে নিজের নাচ চালিয়ে গিয়েছেন। পরে আবার ফিরে এসে সাহস দিলেন ভীষণ সুন্দর।’

আরেকজন লিখেছেন, ‘মাধুরী ম্যাম হ্যাটস অফ, যেভাবে আপনি সাপোর্ট করলেন বিদ্যা ম্যামকে।’

আসছে ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া তিন’। সিনেমায় দেখা মিলবে কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রের মতো শিল্পীদের।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত