[ad_1]
গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাসায় আগুন লেগে সোহেল, ইসমাইলসহ ছয়জন অগ্নিদগ্ধ হন। দগ্ধ অপর চারজন হলেন গৃহকর্তা মোহাম্মদ বাবুল (৪০), তাঁর স্ত্রী সেলিনা খাতুন (৩৫), বাবুলের স্বজন মুন্নি খাতুন (১৮) ও তাসলিমা খাতুন (৯)। সোহেল ও ইসমাইলও বাবুলের স্বজন। স্থানীয়রা বলেছেন, শিশু ইসমাইল ও তাসলিমা ছাড়া অপর চারজনের সবাই পোশাক কারখানায় কাজ করেন।
বাবুলদের অগ্নিদগ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে গত শনিবার স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার মধ্যরাতে হঠাৎ অগ্নিদগ্ধ হন বাবুল, তাঁর স্ত্রীসহ অন্যরা। মশার কয়েল ধরানোর সময় আগুন লাগে বলে তাঁর ধারণা। তখন তাঁদের উদ্ধার করে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।
[ad_2]
Source link