Homeদেশের গণমাধ্যমেনারীসহ গ্রেপ্তার সেই শিবির নেতাকে বহিষ্কার

নারীসহ গ্রেপ্তার সেই শিবির নেতাকে বহিষ্কার

[ad_1]

বরিশালে অসামাজিক কাজের অভিযোগে নারীসহ গ্রেপ্তারের ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম পলাশকে (২৬) দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সংগঠনের বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামি নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে গৌরনদী উপজেলার সাথী ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন কালবেলাকে বলেন, ২৫ সেশনে দায়িত্ব পেয়েছিলেন মাইনুল ইসলাম পলাশ। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পরপরই তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ভোর রাতে গৌরনদীর বদরপুর গ্রামের মুসল্লি বাড়ি মসজিদের ইমাম ও শিবির নেতা পলাশ মসজিদ সংলগ্ন বাড়ির এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন। এসময় এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রীসহ মাইনুলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এসআই জুয়েল হাওলাদার বাদী হয়ে গৌরনদী থানায় ২৯০ ধারায় একটি মামলা করলে বিচারক তাদের কারাগারে পাঠায়। আটককৃত মাইনুল উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া কালবেলাকে বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ওই দুজনকে জনরোষ থেকে রক্ষা করে থানায় নিওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার বিকেলে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক দুজনকেই জেলহাজতে প্রেরণ করেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত