Homeদেশের গণমাধ্যমেনাশকতার মামলায় বিএনপির যুগ্মমহাসচিব সোহেলসহ ১৭ জন খালাস

নাশকতার মামলায় বিএনপির যুগ্মমহাসচিব সোহেলসহ ১৭ জন খালাস


রাজধানীর গুলিস্তানে বাস পুড়িয়ে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ ১৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় বুধবার (২৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যা তাদের খালাস দেন।

হাবীব উন নবী খান সোহেলের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিচারচলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে আদালতে একজন সাক্ষ্য দেন। দীর্ঘদিন আদালতে সাক্ষী না আসায় আদালত আজ (২৩ অক্টোবর) সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর গুলিস্তান এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এতে তাৎক্ষণিক বাসের চালক, হেলপার ও যাত্রীরা বাস থেকে নেমে রক্ষা পায়। এ ঘটনায় পল্টন থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত একটি মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। এরপর ২০১৯ সালের ১৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

জেএ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত