আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে এনসিপির পাশাপাশি অবস্থান নিচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা।
বৃহস্পতিবার রাত একটার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা–কর্মী যমুনার সামনে যান। তাঁরা সেখানে এনসিপির নেতা–কর্মীদের পাশেই অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন।
রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা–কর্মী যমুনার সামনে আসেন। তাঁরা যমুনার সামনের সড়কের উল্টো দিকে (যে পাশে হোটেল ইন্টারকন্টিনেন্টাল) অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান দিচ্ছেন।