Homeদেশের গণমাধ্যমেনিঝুমদ্বীপে ভেসে আসা ডলফিনের সাথে জেলেদের খুনসুটি

নিঝুমদ্বীপে ভেসে আসা ডলফিনের সাথে জেলেদের খুনসুটি

[ad_1]

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় গত কয়েকদিন জোয়ারের উচ্চতা ছিলো অনেক বেশী। জোয়ারের স্রোতে উপকূলে ভেসে এসেছে এক জোড়া ডলফিন। জোয়ারের পানি নিচে নেমে গেলেও নামতে পারিনি ডলফিনগুলো। সেই ডলফিনের নিয়ে দুষ্টুমিতে মেতেছে স্থানীয় জেলেরা। ডলফিন গুলোও যেন তা উপভোগ করছেন নিশ্চিন্তে। বেলাল উদ্দিন নামে একজন তা ভিডিও করে ছেড়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

ঘটনাটি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে। ডলফিন গুলো দেখতে ভীড় করেন স্থানীয়রাও।

স্থানীয় পল্লী চিকিৎসক বেলাল উদ্দিন জানান, বন্দরটিলা বাজারের পূর্ব পাশে নিঝুমদ্বীপ এবং দমারচরের মাঝখানের মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দুটি ডলফিন। ভাটায় পানি কমে যাওয়ায় ডলফিনগুলো দ্বীপের পাশে আটকা পড়ে। জেলেরা মাছ ধরতে গেলে ডলফিন দুটি দেখতে পান। পরে খবর পেয়ে আমরা অনেকে ছুটে যায়। জেলেরা ডলফিনের সাথে দুষ্টুমি করতে থাকে। তারা ডলফিনগুলোকে সাগরের দিকে নামানোর চেষ্টা করে, কিন্তু নামাতে পারেনি। পরে আরার জোয়ার আসলে ডলফিন গুলো সাগরে চলে যায়।

গত তিনদিন ধরে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় একাধিকবার জোয়ারে প্লাবিত হয়েছে নিঝুমদ্বীপসহ হাতিয়ার নিম্মাঞ্চল। ভেঙে গেছে রাস্তাঘাটসহ অনেকের ঘর বাড়ী। অনেক পরিবারে এখনও বন্ধ রান্নাবান্না। জোয়ারের পানি নেমে গেলেও দূর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার মানুষদের। ইউনিয়ন যুবদলের সভাপতি আশ্রাফসহ দলীয়ভাবে অনেকে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। তবে এখনো সরকারিভাবে কোন বরাদ্দ পাইনি দ্বীপের মানুষ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত