[ad_1]
কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন গত ৫ আগস্টের পর থেকে আর কলেজে আসছেন না। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ভয় আর প্রাণনাশের হুমকির কারণে তিনি কলেজে যেতে পারছেন না। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শিক্ষক আবু তালেবের বেতন না হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বেতনের জন্য আবেদন করা হলে বাতিল করে মন্তব্যের ঘরে লেখা হতো উচ্চপর্যায়ের নির্দেশনা লাগবে। তারপর তাঁরা মহাপরিচালকের কাছে আবেদন করেন। তারপরেও বেতন হয়নি। কিছু বলার নেই। এবার সাধারণভাবে আবেদন করেই বেতন হয়ে গেছে।’
বর্তমানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন। আবু তালেবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই শিক্ষকের বিষয়ে এত দিন ঠিকমতো তুলে ধরা হয়নি। এবার সেটি করা হয়েছিল এবং তাঁর বেতন হয়েছে।
[ad_2]
Source link