Homeদেশের গণমাধ্যমে‘নির্দেশনা অমান্য করে নির্বাচন করতে নির্দেশ দেন এক ভাইস চেয়ারম্যান’

‘নির্দেশনা অমান্য করে নির্বাচন করতে নির্দেশ দেন এক ভাইস চেয়ারম্যান’

[ad_1]

মাগুরার মহম্মদপুরের রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামিমুল হক শামাল মৃধা বলেছেন, বিগত সময়ে রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দিয়ে নির্বাচন করিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এক ভাইস চেয়ারম্যান। আমরা যদি কমিটিতে স্থান না পাই তবে ওই ভাইস চেয়ারম্যান কীভাবে কমিটিতে থাকতে পারে?

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বিএনপির আয়োজনে ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে আমিনুর রহমান কলেজ চত্বরে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী সরকারের সময় যেসব নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে ও আ.লীগের হয়ে কাজ করেছে সেসব নেতাকর্মীকে দলীয় কোনো পদে স্থান দেওয়া হবে না। কেন্দ্রীয় এমন ঘোষণা অনুযায়ী মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপিসহ সকল পর্যায়ের কমিটি গঠন উপলক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কর্মী সমাবেশ চলমান রয়েছে।

শামাল মৃধা সাংবাদিকদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার বার্তা পৌঁছে দিয়ে ওই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

কর্মী সমাবেশে মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব মো. আখতারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান মিজান প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত