Homeদেশের গণমাধ্যমেনির্বাচন নিয়ে গড়িমসিভাব জনগণ ভালোভাবে নিচ্ছে না : নাজমুল হাসান

নির্বাচন নিয়ে গড়িমসিভাব জনগণ ভালোভাবে নিচ্ছে না : নাজমুল হাসান

[ad_1]

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় শহীদ আহাদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, নির্বাচন প্রসঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের গড়িমসিভাব পরিলক্ষিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। চুনোপুঁটি না ধরে দুর্নীতির রাঘব বোয়ালদের ধরতে হবে।

পথসভা শেষে নাজমুল হাসানের নেতৃত্বে মোহাম্মদপুর বাজার এলাকার সবগুলো গলিতে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট এবং ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, সহসভাপতি আরিফউজ্জ সালেহীন দুর্লভ, তুহিন বিশ্বাস, উজির আলী, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক নুর হোসেন জসিম, সদর পৌর সদস্য সচিব আলী আহাদ মিঠু, মোহাম্মদ উপজেলার আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন, সদস্য সচিব জাহিদুল ইসলাম রানুসহ শতাধিক নেতাকর্মী।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত