Homeদেশের গণমাধ্যমেনির্মাণাধীন ভবনে মালামাল ওঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাই-শ্বশুরের মৃত্যু

নির্মাণাধীন ভবনে মালামাল ওঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাই-শ্বশুরের মৃত্যু

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে মালামাল ওঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়াপদ (৪৫) ও একই এলাকার হরিসের ছেলে নীল দাস (৬০)। সম্পর্কে তারা জামাই-শ্বশুর। সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার কলেজপাড়ার কুট্টি ময়নার বাড়ির ভাড়াটিয়া তারা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভবনের কাজের জন্য দুটি ভ্যানগাড়ি দিয়ে লোহার অ্যাঙ্গেল আনা হয়। গাড়িচালক ছায়াপদ ও নীল দাস অ্যাঙ্গেলগুলো ভবনের তিনতলার ছাদে উঠাচ্ছিলেন। এমন সময় অসাবধানতাবশত লোহার অ্যাঙ্গেল ভবনের ওপরের বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদৃৎস্পৃষ্ট হয়ে তারা তিনতলা থেকে ছিটকে নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নীল দাসের স্ত্রী সন্ধ্যাবালা জানান, তার স্বামী নীল দাস এবং ছায়াপদ দুজনে ইজিবাইকচালক। এর পাশাপাশি তারা বাসাবাড়ির মালামাল নেওয়ার কাজ করেন। বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী বড়পুকুর পাড় এলাকায় ফয়সাল আহমেদের নির্মাণাধীন তিনতলা ভবনে নির্মাণসামগ্রী উঠানোর কাজ করছিলেন তারা। এ সময় ভবনের কাজের জন্য আনা লোহার রড ও অ্যাঙ্গেল উঠানোর সময় বিদ্যুতের সার্ভিস লাইনের সাথে সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘নির্মাণাধীন ভবনে লোহার অ্যাঙ্গেল ওঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। কিন্তু এ বিষয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত