[ad_1]
বাপ্পী চৌধুরী : না, নায়কই আছি। ব্যবসায়ী বলতে গেলে, নিজেকে নতুনভাবে তৈরির সময় দিচ্ছি। আমার বাবা আর বড় ভাইকেও সময় দিচ্ছি। আমাদের সুতা ও তুলার ব্যবসা। ওখানে নয়টা-পাঁচটা সময় দিতে হচ্ছে। ছয় মাস ধরে আমার এই রুটিন চলছে। আমিও বেশ উপভোগ করছি। আমার মনে হয়, যেকোনো সন্তানের একটা সময় বাবার হাত ধরা উচিত। আমিও তা–ই করেছি। তিনিও চাইছিলেন, অভিনয়ের পাশাপাশি ব্যবসা করি।
প্রথম আলো :
সিনেমা নিয়ে তাহলে চিন্তাভাবনা কী?
বাপ্পী চৌধুরী : সিনেমা তো করবই। নতুন বছরে নতুন আঙ্গিকে আসব। আশা করছি, বিশেষ দিনের জন্য কাজ শুরু করব।
প্রথম আলো :
১২ বছর ধরে চলচ্চিত্রে আছেন। এক বছর ধরে একেবারেই কাজে নেই। এ নিয়ে কোনো হতাশা নেই?
বাপ্পী চৌধুরী : মানসিকভাবে আমি একফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যাঁর কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আর যাঁর কাছে তাঁর পরিবার থাকে, তাঁর হতাশা থাকা উচিত নয়। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার তো প্রশ্নই আসে না।
[ad_2]
Source link