Homeদেশের গণমাধ্যমে‘নীলচক্র’ সিনেমার ‘ধোঁকা’, বাড়তি চমক বালাম

‘নীলচক্র’ সিনেমার ‘ধোঁকা’, বাড়তি চমক বালাম

[ad_1]

‘কে যে কখন কার চোখে ধুলা দিয়ে যায়/লাল নীল এই বাতির ভিড়ে, বোঝা বড় দায়’-ঠিক এমন গানের কথা নিয়েই ৫ জুন (বৃহস্পতিবার) প্রকাশ পেয়েছে আরিফিন শুভ অভিনীত  ‘নীলচক্র : ব্লু গ্যাং’ সিনেমার তৃতীয় গান ‘ধোঁকা’।

গানটি আরিফিন শুভ নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিয়েছেন। গানের বিষয়বস্তু ধোঁকা হলেও সিনেমার সংশ্লিষ্টরা এটিকে বলছেন ‘পার্টি সং’। আরিফিন শুভ

অবশ্য গানের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, জমাজমাট পার্টির আবহে আছেন সবাই। পার্টির মধ্যমণি আবার বালাম! এখানেও তাকে একজন সংগীতশিল্পীর ভূমিকাতেই দেখা গেছে।

গানের কথা লিখেছেন, রবিউল ইসলাম জীবন। গানের সুর সংগীত ও কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বালাম। তবে গানের ভিডিওতে তাকে পারফরমেন্স করতেও দেখা যায়।

গানটি প্রসঙ্গে বালাম বলেছেন, ‘প্রেম আর বিশ্বাসঘাতকের অনুভূতি নিয়ে গানটি বিশেষ জায়গা দখল করেছে। আশা করি শ্রোতারা এই গানকে ভালোবাসবেন এবং ‘নীলচক্র’র গল্পের সঙ্গে হৃদয় থেকে মিলিয়ে উপভোগ করবেন।

গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘বালাম ভাইয়ের সঙ্গে আগেও অনেক কাজ হয়েছে। সুরের ওপর গানটি লিখেছি। আশা করি সিনেমাটি দর্শক পছন্দ করবে।’

গানটি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরণের প্রতিক্রিয়াই দেখা গেছে। গানের নিচে একজন মন্তব্য করেছেন, ‘এমন গান চাই আমরা বস।’ অন্য আরেকজন আবার লিখেছেন, ‘একটুও ভালো লাগেনি।’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘কেমন জানি মিল নেই গানের সাথে পরিবেশের।’ একজন বালামের প্রশংসা করে মন্তব্য করেছেন, ‘ওহ বালাম ভাই, আপনি সেরা!’ ‘ধোঁকা’ গানের একটি দৃশ্য এদিকে, সিনেমা ‘নীলচক্র : ব্লু গ্যাং’ সিনেমাটি নিয়ে নির্মাতা মিঠু খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা। সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধজগত, তার ছায়া পড়েছে এই সিনেমায়। গল্পটি একেবারেই সময়োপযোগী।’

বলা প্রয়োজন, সিনেমাটি প্রযোজনা করেছে ফিল্ম ফায়োস প্রোডাকশন ও ফিল্ম লাইফ প্রোডাকশন। ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়া আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। ‘ধোঁকা’ গানের একটি দৃশ্য উল্লেখ্য, মিঠু খানের সঙ্গে যৌথভাবে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত