Homeদেশের গণমাধ্যমেনীলফামারীতে এসপি অফিস ঘেরাও | কালবেলা

নীলফামারীতে এসপি অফিস ঘেরাও | কালবেলা

[ad_1]

ডিমলা উপজেলায় এক আইনজীবীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতে নীলফামারীতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টায় এ ঘেরাওয়ের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা উত্তেজনাপূর্ণ অবস্থানের পর আটক আইনজীবীকে মুক্তি দেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের আইনজীবী ও জেলা বারের সদস্য আসাদুজ্জামান আসাদকে আটক করে ডিমলা থানা পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে নীলফামারী জেলা আইনজীবী সমিতির সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাত সাড়ে ১০টার দিকে বিপুল সংখ্যক আইনজীবী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন।

আন্দোলন চলাকালীন আইনজীবীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আটক আইনজীবীর অবিলম্বে মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। তাদের অবস্থানের কারণে ডিসি মোড় থেকে সার্কিট হাউজ রোড পর্যন্ত সব যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দীর্ঘ আলোচনার পর পুলিশ আটক আইনজীবীকে মুক্তি দেয়। আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পরই তারা আন্দোলন প্রত্যাহার করেন।

পরে আইনজীবী নেতৃবৃন্দ জানান, প্রশাসনের সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়েও প্রশাসন আশ্বস্ত করেছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, আটক আইনজীবীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত