[ad_1]
সাহিত্যের অন্যতম বড় সম্মাননা ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩১’ পাচ্ছেন কবি নুসরাত নুসিন। ‘সুলতার কোকিল উড়ে যায়’ পাণ্ডুলিপির জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
শুক্রবার (২২ নভেম্বর) এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
নুসরাত জন্ম ২১ পার্বতীপুরের দিনাজপুরে। গ্রামে বেড়ে ওঠা। পড়াশোনা সূত্রে এক দশকেরও বেশি সময় রাজশাহীতে বসবাস করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এমফিল গবেষক হিসেবে কর্মরত। গবেষণার বিষয়বস্তু ‘কাইয়ুম চৌধুরী ও সমরজিৎ রায় চৌধুরীর চিত্রকলায় লোক-ঐতিহ্যের অনুষঙ্গ অনুসন্ধান ও বিশ্লেষণ।’
নুসরাত নুসিন এক দশকেরও বেশি সময় ধরে কবিতা লিখছেন। প্রথম পাণ্ডুলিপি ‘দীর্ঘ স্বরের অনুপ্রাস’ এর জন্য জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৭ লাভ করেন। ২০১৮ সালে কাগজ প্রকাশন পাণ্ডুলিপিটি বাজারে আনে। দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম ‘কামনাফলের দিকে’। ২০২১ সালে বৈভব থেকে প্রকাশিত হয়। কাব্যটি বোদ্ধা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে ও সাড়া ফেলে। ২০২২ সালে বাংলাদেশের একজন প্রতিশ্রুতিশীল তরুণ কবি হিসেবে ভারতের কলকাতা থেকে আদম সম্মাননা লাভ করেন।
পেশাগত জীবনে ঢাকা আর্ট কলেজে বাংলা সাহিত্য পড়ান। কবিতার পাশাপাশি গবেষণা মূল লক্ষ্য। আগ্রহের বিষয় সংস্কৃতি, মিডিয়া, জেন্ডার, ধর্ম, রাজনীতি, দর্শন ও সাহিত্যতত্ত্ব।
[ad_2]
Source link