Homeদেশের গণমাধ্যমেনুসরাত ফারিয়া গ্রেপ্তার, রিমান্ড চাইবে পুলিশ 

নুসরাত ফারিয়া গ্রেপ্তার, রিমান্ড চাইবে পুলিশ 


প্রকাশিত: ২৩:০২, ১৮ মে ২০২৫  
আপডেট: ২৩:০৫, ১৮ মে ২০২৫

নুসরাত ফারিয়া। ফাইল ফটো


ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার (১৮ মে) রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, সোমবার (১৯ মে) নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

এর আগে, রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। 

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে নুসরাতের বিরুদ্ধে। আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে ভাটারা থানার ওই মামলায়।

ঢাকা/এমআর/মাসুদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত