থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই যোদ্ধা মোহাম্মদ হাসানের জানাজা আজ রোববার সকালে নোয়াখালীর সুবর্ণচরের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় উপজেলার চর জব্বর ইউনিয়নের চেউয়াখালী বাজার-সংলগ্ন তরিকউল্যাহ সমাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
জানাজায় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত রাজনৈতিক দলের নেতাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক মো. আরিফুল ইসলাম প্রমুখ।