[ad_1]
সরেজমিনে দেখা গেল, সোহরাওয়ার্দী কলেজের নিচতলায় শিক্ষকদের কমন রুমের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে। আর দোতলায় অবস্থিত ইংরেজি বিভাগের শিক্ষকদের কক্ষে লুটপাট করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে কলেজটির শৌচাগারও।
গতকাল সন্ধ্যায় দেখা যায়, শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে নিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে অবস্থান নিয়েছিলেন। তখন পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশের কঠোর অবস্থানের এক পর্যায়ে তাঁরা সড়ক থেকে চলে যান।
মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান মোল্লা বলেন, তাঁরা শঙ্কিত, যেকোনো সময় তাঁদের প্রতিষ্ঠানে হামলা চালানো হতে পারে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
[ad_2]
Source link