Homeদেশের গণমাধ্যমেপঞ্চগড়ে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

[ad_1]

পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও বিরাজ করছে এখন পঞ্চগড়ে। আজ শুক্রবার সকালে পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে এই মৌসুমে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশা কেটে গিয়ে হিমালয়ের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রার পারদ নিচে নেমেছে। তবে রাত থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল। কুয়াশা বেশি থাকলে বা ঘন থাকলে তাপমাত্রা বেড়ে যায়। আর কুয়াশা কেটে গিয়ে বাতাস প্রবাহিত শুরু হলে তাপমাত্রা নিচে নেমে যায়। আজ শুক্রবারও আবহাওয়ার একই অবস্থা বিরাজ করছে।

সূর্য উঠলেও শীতের তীব্রতা কমেনি সকাল ৮টায় সূর্যের মুখ দেখা গেছে। এ কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাবে। কিন্তু সূর্যের মুখ দেখা গেলেও হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীতের দাপট আছে। এর ফলে অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষ, পাথর শ্রমিক, চা শ্রমিক খেটে ও খাওয়া মানুষরা শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আর কম্বল কেনার জন্য ৩৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকার জিপু ইসলাম জানান, হঠাৎ করেই তাপমাত্রা নিচে নেমে এসেছে। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার পাশাপাশি বাতাস বয়ে যাচ্ছে। সকাল ৮টার পর সূর্য উঠলেও অনেক ঠান্ডা অনুভূত হচ্ছে।

জেলা শহরের হোটেল রাজনগর এলাকায় দিনমজুর সোহরাব আলী বলেন, ‘কুয়াশা আর বাতাসের কারণে কাজকাম কম। আয় রোজগারও কমে গেছে। পরিবার-পরিজন নিয়ে টানাপড়েনের মধ্যে আছি।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত