Homeদেশের গণমাধ্যমেপঞ্চম দিনের রোমাঞ্চে গড়ালো মেলবোর্ন টেস্ট

পঞ্চম দিনের রোমাঞ্চে গড়ালো মেলবোর্ন টেস্ট

[ad_1]

প্রকাশিত: ২২:০৫, ২৯ ডিসেম্বর ২০২৪  

পঞ্চম দিনের রোমাঞ্চে গড়ালো মেলবোর্ন টেস্ট


পঞ্চম তথা শেষ দিনের রোমাঞ্চে গড়িয়েছে মেলবোর্ন টেস্ট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৭৪ রানের জবাবে ভারত করতে পারে ৩৬৯ রান। ১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে অজিরা। ৯১ রানেই হারিয়ে বসে ৬ উইকেট। আর ১৭৩ রানে যেতেই ৯টি।

কিন্তু শেষ বিকেলে লেজের দুই ব্যাটসম্যান নাথান লায়ন ও স্কট বোল্যান্ড মিলে দশম উইকেটে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করে আসেন। ৮২ ওভারে ৯ উইকেট হারিয়ে দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২২৮ রান। তাদের লিড হয়েছে ৩৩৩ রানের। লায়ন ৫ চারে ৪১ ও বোল্যান্ড ১ চারে ১০ রানে অপরাজিত আছেন ৬৫ বল খেলে। তারা দুজন সোমবার পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন।

তাদের আগে প্যাট কামিন্স ৪১ রানের ইনিংস খেলেন। এছাড়া মার্নাস ল্যাবুশেন ৩ চারে করেন সর্বোচ্চ ৭০ রান। ২১টি রান আসে উসমান খাজার ব্যাট থেকে।

বল হাতে ভারতের জাসপ্রিত বুমরাহ ৫৬ রান দিয়ে ৪টি ও মোহাম্মদ সিরাজ ৬৬ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।

শেষ দিনে অস্ট্রেলিয়া জিতে নাকি ভারত, নাকি ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে সেটা এখন দেখার বিষয়। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এই টেস্ট ও পরের টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া ও ভারতের জন্য। ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

ঢাকা/আমিনুল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত