Homeদেশের গণমাধ্যমেপড়ালেখার পাশাপাশি বিনোদন করতে হবে : বুটেক্স উপাচার্য

পড়ালেখার পাশাপাশি বিনোদন করতে হবে : বুটেক্স উপাচার্য

[ad_1]

পড়ালেখার পাশাপাশি বিনোদন করতে হবে। কিছু সময়ের জন্য হলেও বিনোদনের সঙ্গে থাকতে হবে এমনটা জানালেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ১১টি ক্লাবের নেতারা সঙ্গে মতবিনিময় সভায় ক্লাবগুলোর কার্যক্রমের সাথে উপাচার্য পরিচিত হন। পাশাপাশি ক্লাবগুলো নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষার্থী কল্যাণ পরিচালক, ডেপুটি রেজিস্ট্রারসহ বুটেক্স সাংবাদিক সমিতি, ডিবেটিং ক্লাব, বিজনেস ক্লাব, স্পোর্টস ক্লাব, ক্যারিয়ার ক্লাব, বাঁধন, সাহিত্য সংসদ, ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাব, একাত্তর সাংস্কৃতিক সংঘ, আর্টেক্স, বুটেক্স রেডিওর নেতারা উপস্থিততে এ সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য তার বক্তব্যে বলেন, ক্লাবগুলো পরিচালনার সংবিধান লাগবে। তাদের বার্ষিক পরিকল্পনা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে আরও ক্লাব চালু করতে হবে। সিএসআর ক্লাব, অভিনয় ক্লাব, বিএসসিসি চালু করার কথা বলেন তিনি।

ক্লাবগুলো নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, ক্লাবগুলো নিবন্ধন করতে হবে। আর একজন শিক্ষক একটি ক্লাবে মডারেটর হিসেবে থাকতে পারবে। একজন শিক্ষক একাধিক ক্লাবে থাকতে পারবে না। আর মডারেটর নির্ধারনে প্রয়োজনে ভাইভা নেওয়া হবে এবং শিক্ষকদের ক্লাবের বিষয়ে অভিজ্ঞ হতে হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত