Homeদেশের গণমাধ্যমেপতিত স্বৈরাচারের আস্ফালনকে ছাত্র-জনতা রুখে দিবে : মজনু

পতিত স্বৈরাচারের আস্ফালনকে ছাত্র-জনতা রুখে দিবে : মজনু

[ad_1]

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের আস্ফালনকে রুখে দিবে বাংলাদেশের ছাত্র-জনতা। দেশের জনগণকে মহাসমুদ্রসম ঋণগ্রস্ত করে, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে- তাকে আর কোনোভাবেই এ দেশের মাটিতে দম্ভ করতে দেওয়া হবে না।

শহীদ নূর হোসেন দিবসকে সামনে রেখে শেখ হাসিনা এবং তার দোসরদের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রোববার (১০ নভেম্বর) ঢাকা মহানগরীর গুলিস্তান, বাইতুল মোকাররম, জিপিও এবং স্টেডিয়াম এলাকায় মিছিল-সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তানভীর আহমেদ রবিন বলেন, স্বৈরাচার তাড়াতে এ দেশের ছাত্র-জনতা যেভাবে রক্ত দিয়েছে, আবার তাদের পুনর্বাসনের চেষ্টা কিংবা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা হলে একইভাবে রুখে দেওয়া হবে।

এ দিন ঢাকা মহানগরীর ২৪টি থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয় বলে নেতারা জানিয়েছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত