Homeদেশের গণমাধ্যমে‘পরিবেশ নষ্ট করে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে না’

‘পরিবেশ নষ্ট করে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে না’

[ad_1]

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেছেন, পরিবেশ নষ্ট করে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে না। টাঙ্গুয়ার হাওরে প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে হাওরের সৌন্দর্য উপভোগ করতে হবে। আমাদের শুধু স্বপ্ন দেখলে হবে না, কার্যকর ভূমিকাও রাখতে হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর লোকজ ও পূর্ণিমা উৎসবে তিনি এসব কথা বলেন।

প্রথমবারের মতো উপজেলার নীলাদ্রি লেক (ট্যাকেরঘাট) এলাকায় এ উৎসব আয়োজন করে সুনামগঞ্জ হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন। এ উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।

মনোরম পরিবেশে পূর্ণিমার সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিনে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারিকাটিলার পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেন পর্যটকরা। সেই সঙ্গে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে নীলাদ্রি লেকে এলাকায় উৎসবে ও পূর্ণিমার সৌন্দর্য উপভোগ করতে জড়ো হন তারা।

অনুষ্ঠানের শুরুতেই প্রান্তিক জনগোষ্ঠীর আদিবাসীরা তাদের প্রচলিত একটি নৃত্য পরিবেশন করেন। পরে সুনামগঞ্জের সাহিত্যিক ও মরমি কবিদের স্মৃতিচারণে হাসন রাজা, শাহ আব্দুল করিম, দুরবিন শাহ গান পরিবেশিত হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত