[ad_1]
পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নেই
অনুষ্ঠানে দেশের পরিসংখ্যান ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান। তিনি বলেন, আগের সরকারের আমলে তথ্য–উপাত্তের বিশ্বাসযোগ্যতা ছিল না। এসব তথ্য–উপাত্তের ভিত্তি করে বিগত সরকার উন্নয়নের বয়ান সৃষ্টি করেছিল।
কেন সন্দেহ সৃষ্টি হলো, তা নিয়ে সেলিম রায়হান বলেন, ‘তখন মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির তথ্য যখন দেওয়া হলো, তখনকার অর্থনীতির চলকগুলোর সঙ্গে মেলে না। বড় অভিযোগ হলো অতীতে মন্ত্রীরা বলে দিতেন কত প্রবৃদ্ধি হবে। প্রবৃদ্ধি কম হতে পারে, এমন ধারণা হলে তা বাড়ানোর জন্য প্রভাব খাটানো হতো। তিনি আরও বলেন, মূল্যস্ফীতির পরিসংখ্যান নিয়ে টালবাহানা বা নয়ছয় হতো। মূল্যস্ফীতির তথ্য–উপাত্তে কারসাজি করা হলে অর্থনীতির বিভিন্ন খাতে বিশৃঙ্খলা দেখা যায়। এমন শুনেছি, মূল্যস্ফীতি বেশি দেখানো হলে বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাপ আসত।’
সেলিম রায়হানের মতে, মূল্যস্ফীতি, দারিদ্র্য হার, জিডিপি প্রবৃদ্ধি—এসব পরিসংখ্যান নিয়ে সব সময়ই সরকারের ভয় ছিল। আগের সরকার এসব খাতে একটি চিত্তাকর্ষক চিত্র দিতে চেয়েছে। তাঁর মতে, বিবিএসের নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সৃষ্টির বিষয়টি নির্ভর করবে রাজনৈতিক মনোভাবের ওপর। তিনি বিবিএসে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কারের সুপারিশ করেন।
[ad_2]
Source link